May 23, 2015

আকাশের হাতে আছে একরাশ নীল

ভ্রোমর কইয়ো গিয়া

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই

ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে

নাই টেলিফোন না্ইরে পিওন

সেই রেল লাইনের ধারে মোঠো পথটার পারে দাঁড়িয়ে

কাটেনা সময় যখন আর কিছুতে

জীবন নামের রেলগাড়িটা পায়না খুঁজে ষ্টেশন

চাঁদের সাথে আমি দেবোনা তোমার তুলনা

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা

আগে যদি জানতাম রে বন্ধু

আমি কষ্ট পেতে ভালোবাসি

আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান

ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা

তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে

কতো যে তোমাকে বেসেছি ভালো

তুমি যেখানে আমি সেখানে

ওগো বিদেশিনী তোমার চেরী ফুল দাও

জীবনে বসন্ত এসেছে ফুলে ফুলে ভরে গেছে মন

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়

এনেছি আমার শত জনমের প্রেম

আর কত রাত একা থাকবো

আমি যে কে তোমার

বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম

চুরি করেছ আমার মনটা

বিদ্যালয় মোদের বিদ্যালয়

আমাদের দেশটা স্বপ্নপুরী

নেশা লাগিলোরে, ও নেশা লাগিলোরে

মঙ্গল দ্বীপ জ্বেলে

মন আমার পাথর তো নয়

আমায় নহে গো নহে ভালবাসো তুমি

পাখির বাসার মতো দু'টি চোখ তোমার

ভ্রোমর কইয়ো গিয়া